Logo
Logo
×

রাজনীতি

জনগণের দাবি উপেক্ষা নয়, সমালোচনার পাশাপাশি কার্যকর সমাধান প্রয়োজন : তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

জনগণের দাবি উপেক্ষা নয়, সমালোচনার পাশাপাশি কার্যকর সমাধান প্রয়োজন : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, জনগণের প্রকৃত চাহিদা ও দাবির দিকেও নজর দিতে হবে। তা না হলে দেশের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যেতে পারে।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন আনতে সংস্কার প্রয়োজন। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে জনগণের চাহিদা অনুযায়ী সে সংস্কার বাস্তবায়ন করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত, যেমন—স্বাস্থ্য খাতের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।”

তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে রাজনৈতিক দলগুলো কেন বিতর্ক ও আলোচনা করছে না? ক্ষমতায় আসার পর কীভাবে জনগণের সমস্যার সমাধান করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন