Logo
Logo
×

রাজনীতি

সার্বিক পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা জরুরি : জামায়াত আমির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

সার্বিক পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা জরুরি : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশে ইসলামের বিধান অনুসারে শাসন না চালানোর কারণেই খুন, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলীয় এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ নানা ধরনের শাসনব্যবস্থা দেখেছে, কিন্তু শান্তি এখনো আসেনি। তাই এখন আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা জরুরি।

তিনি আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসন দেশকে গ্রাস করে ফেলেছে এবং জামায়াতে ইসলামী এই দুই অভিশাপ দূর করতে লড়াই করছে। তিনি একটি মানবিক ও কুরআনভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে এক হওয়ার আহ্বান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন