Logo
Logo
×

রাজনীতি

তথ্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

তথ্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, মাহফুজ আলমের বক্তব্য ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’, যা রাজনৈতিক অসৎ অভিপ্রায়ের প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, ১২ মার্চ মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেন যে, জামায়াত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সহযোগী ছিল। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পরওয়ার বলেন, এটি একটি প্রতিবেশী দেশের ‘গুপ্তচর’ হিসেবে পরিচিত শাহরিয়ার কবিরদের ভাষার প্রতিফলন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মাহফুজ আলমের মনে রাখা উচিত যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ফলে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে টার্গেট করে মন্তব্য করার নৈতিক বা সাংবিধানিক অধিকার তার নেই।

তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের পর শেখ মুজিবুর রহমানের গঠিত তদন্ত কমিশনও জামায়াতের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, যার ফলস্বরূপ শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করে আটককৃতদের মুক্তি দেন।

পরওয়ার আরও বলেন, সাবেক আমির গোলাম আযম আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের রায়ে তার নাগরিকত্ব ফিরে পান। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ সাজিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর মাধ্যমে বিচার করে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে এই বিচার গ্রহণযোগ্যতা পায়নি, যার প্রমাণ বৃটিশ সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া ও ‘স্কাইপ কেলেঙ্কারি’।

তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী আহলে সুন্নত আল জামায়াতের অনুসারী এবং তাদের আক্বিদা নিয়ে প্রশ্ন তোলা ‘অযৌক্তিক ও এখতিয়ার বহির্ভূত’।

বিবৃতির শেষে, মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, উপদেষ্টা মাহফুজ আলম তার বিভ্রান্তি দূর করবেন এবং ভবিষ্যতে জামায়াত সম্পর্কে ‘ভিত্তিহীন’ মন্তব্য করা থেকে বিরত থাকবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন