Logo
Logo
×

প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশি গ্রেফতার

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিসহ ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস।

পরিচালক জানান, রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জোহরের বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে ১০৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছেন—

  • ৭৭ জন বাংলাদেশি
  • ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৭ জন ইন্দোনেশিয়ান নারী
  • ২ জন মায়ানমারের পুরুষ
  • ২ জন পাকিস্তানি পুরুষ
  • ১ জন ভারতীয় পুরুষ

গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

পরিচালক আরও জানান, গ্রেফতারকৃতরা বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, যা অভিবাসন আইন লঙ্ঘনের শামিল। অনুমোদিত সময়ের বেশি থাকার অভিযোগেও তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা ও প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন