Logo
Logo
×

ধর্ম

আজ পবিত্র শবে-বরাত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ এএম

আজ পবিত্র শবে-বরাত

ছবি : সংগৃহীত

আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে-বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানরা সৌভাগ্যের রাত হিসেবে পালন করে থাকেন, যা ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

পবিত্র শবে-বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। এতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের অশেষ রহমত ও বরকতের বাহক। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান করেন এবং তাঁর বান্দাদের প্রার্থনা কবুল করেন।

তিনি আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তাঁর অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত অর্জন করতে পারি। শবে-বরাতের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে মানবকল্যাণ ও দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা আমাদের কর্তব্য।

তিনি সকলকে অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

শবে-বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত ও হামদ-নাতসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইফা আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে—

সন্ধ্যা ৬:৩৫ মিনিট: ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ বিষয়ে ওয়াজ, উপস্থাপক: ড. আ ফ ম খালিদ হোসেন।

রাত ৭:১০ মিনিট: ‘লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য’ বিষয়ে ওয়াজ, উপস্থাপক: ইফার মহাপরিচালক আ. ছালাম খান।

রাত ৮:৫০ মিনিট: লাইলাতুল বরাতের তাৎপর্য বিষয়ক আলোচনা, উপস্থাপক: ড. খলিলুর রহমান মাদানি।

রাত ৯:৩০ মিনিট: ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ বিষয়ে ওয়াজ, উপস্থাপক: সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।

রাত ২:১৫ মিনিট: নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত বিষয়ে ওয়াজ, উপস্থাপক: হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

ভোর ৫:৫০ মিনিট: আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

ধর্মপ্রাণ মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলে অংশ নেবেন এবং বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন