টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৩:৪২ পিএম
টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় শুরু ম্যাচ।
সকাল সাড়ে ১১টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হতে দেরি হয়।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।