Logo
Logo
×

খেলা

ফেরার ম্যাচে নাটকীয় জয় পেয়েছে মেসির মায়ামি

Icon

অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২৪, ০১:৫৭ পিএম

ফেরার ম্যাচে নাটকীয় জয় পেয়েছে মেসির মায়ামি

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। পয়েন্ট হারানোর পর মেসির অভাবটাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো। তবে ডিসি ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়েও যেন একই হাল মায়ামির। অনেক চেষ্টাতেও গোল পাচ্ছিল না গোলাপি জার্সিধারীরা। অতিরিক্ত সময়ে গড়ানোর পর নাটকীয় মোড় আসে ম্যাচে। আর তাতে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

রবিবার (১৯ মে) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতা মার্টিনোর দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পানা।

মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেনিয়ামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেওয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক। 

৪৩তম মিনিটে সবচেয়ে সহজতম সুযোগ মিস করেন বেনিয়ামিন ক্রামাসি। বাম প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস পেয়েছিলেন ফাঁকায়। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি এই মিডফিল্ডার। ৭১তম মিনিটে দূর থেকে নেওয়া মেসির শট লাফিয়ে ফ্লিকের মাধ্যমে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক অ্যালেক্স বোনো। ৮৬তম মিনিটে মুরিয়েলের শট বামে ঝাঁপিয়ে জালে পৌঁছাতে দেননি মায়ামি গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন