মেসির কোচ হলেন মাশ্চেরানো
ইন্টার মায়ামির কোচ হিসেবে নাম লেখালেন লিওনেল মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। আপাতত তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন মেজর লিগ সকারের ক্লাবটিতে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সপ্তাহে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেরার্ডো মার্টিনো। এবার তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার মাশ্চেরানো। আর এতে মেসির গুরু হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। এরআগে আর্জেন্টিনা ও বার্সেলোনায় সতীর্থ হিসেবে লম্বা সময় খেলেছেন মেসি ও মাশ্চেরানো। মায়ামিতে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজ, বুসকেটস ও আলবাকেও শিষ্য হিসেবে পাচ্ছেন তিনি। রিভার প্লেটে অভিষেকের পর ওয়েস্টহ্যাম ও লিভারপুলে খেলেছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। আর বার্সেলোনার হয়ে পাঁচটি লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিড ট্রফি। আর আর্জেন্টিনার জার্সিতে খেলছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ।
মায়ামির কোচ হওয়ার আগে মাশ্চেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। নতুন চুক্তিতে ৩ বছরের জন্য কোচ হতে যাচ্ছেন মায়ামির।
কোচের নাম ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস জানিয়েছেন, কেন তারা মাশ্চেরানোকে কোচ হিসেবে নিয়োগ দিলেন, ‘এমন একজনকে দরকার ছিল, যিনি কিনা আমাদের বিশ্বতারকা ও অন্য খেলোয়াড়দের প্রতিভার সর্বোচ্চটা বের করে আনতে পারবেন। হাভিয়ের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলে ও আন্তর্জাতিক যুব ফুটবলের কোচিং করিয়ে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।’
ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েই নিজের উচ্চাশার কথা ব্যক্ত করেছেন মাশ্চেরানো নিজেও, ‘ইন্টার মায়ামির মতো ক্লাবের কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই। ক্লাবের সবার সঙ্গে কাজ করে ক্লাবটিকে নতুন উচ্চতায় তুলতে মুখিয়ে আছি। সমর্থকদের মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে চাই।’