Logo
Logo
×

খেলা

টাইগার ব্যাটারদের স্লেজিং করায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ২ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

টাইগার ব্যাটারদের স্লেজিং করায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ২ ক্রিকেটার

টাইগার ব্যাটারদের স্লেজিং করায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ২ ক্রিকেটার

তাইজুল ইসলাসের ঘূর্ণিতে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে পরাজিত করে ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট ইনিংসে ১৫তম বারের মতো পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল। সাবিনা পার্কে জাকের আলির টেস্ট সেরা ৯১ রানের ইনিংসে ভর করে চতুর্থ দিন ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায়।

তবে এই টেস্টে স্বাগতিক ক্রিকেটারদের পক্ষ থেকে তীব্র বিরূপ মন্তব্যে জর্জরিত হতে হয়েছিল বাংলাদেশি ব্যাটারদের। এ নিয়ে বারবার ক্যারিবীয়দের সতর্ক করতে দেখা যায় আম্পায়ারদের। এরপরও সংযত হননি তারা। এবার হারের পর মিলেছে শাস্তি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে জরিমানা করেছে আইসিসি। 

বুধবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এ ছাড়া অতি-আগ্রাসী উদযাপনের কারণে সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গেল ২৪ মাস বা দুই বছরে তার প্রথম ডিমেরিট পয়েন্ট এটি। এভাবে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। 

এ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, আইসিসির প্লেয়ার কোড অব কন্ডাক্ট ভাঙায় সিলসকে শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির মতে, এই ক্যারিবীয় পেসারের আচরণ ‘খেলার স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক’।

অন্যদিকে স্লেজিং বা আক্রমণাত্মক মন্তব্য করে সিনক্লেয়ারও শাস্তি পেয়েছেন। মূলত বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। তার বিরূপ মন্তব্য শুনে আম্পায়াররা সতর্কও করেছিলেন। সেটি উপেক্ষা করে টাইগার ব্যাটারদের স্লেজিং করায় সিনক্লেয়ারকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচে ‘আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান’ করে আচরণবিধি ভেঙেছেন তিনি।

তারা আনিত অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো, সিলস-সিনক্লেয়ারের বিরুদ্ধে এই শাস্তি প্রয়োগ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন