Logo
Logo
×

খেলা

নিষিদ্ধ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

নিষিদ্ধ সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন!

ছবি : সংগৃহীত

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার তিন মাস পর সাকিব আল হাসানের শাস্তির কথা জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরীক্ষায় উতরানোর আগ পর্যন্ত তাদের কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন কোনো কিছুর মুখোমুখি হলেন সাকিব। ইসিবি শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং নিষিদ্ধ করার বথা জানায়।

গত সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ একটি ম্যাচ খেলেন সাকিব। হুট করে ক্রিকেটারের অভাবে পড়ায় সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটারের শরণাপন্ন হয় সারে কাউন্টি দল। তাদের ডাকে সাড়া দিয়ে প্রায় ১৩ বছর পর কাউন্টিতে খেলতে যান তিনি।

সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন সাকিব। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে বাঁহাতি স্পিনে ৯ উইকেট নেন তিনি। যদিও ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করেন সাকিব। তার ওভারে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। 

তবে প্রায় দুই মাস পর জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস। কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি। এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায়, সেখানে খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন