চ্যাম্পিয়নস ট্রফির জন্য অ্যাভেইলেবল সাকিব-তামিম: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভার পর সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এটি একটি ভিন্ন ইস্যু এবং নতুন কিছু নয়। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব মানসিকভাবে খেলার অবস্থায় ছিলেন না, তাই যেতে পারেননি। এখন তিনি বিপিএল খেলবেন কি না, সে বিষয়ে কোনো আপডেট নেই।
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। সেই টুর্নামেন্টে সাকিব-তামিম থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, তবে সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল।
এদিকে, দলে ফেরার ক্ষেত্রে বেশ কিছু শর্তজুড়ে তামিম জানিয়েছেন, তার ফেরার সম্ভাবনা আছে। অন্যদিকে, রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি।
এ নিয়ে ফারুক বলেন, তামিমের ব্যাপারে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে এবং নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।