Logo
Logo
×

খেলা

বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড

ছবি : সংগৃহীত

তাসকিন আহমেদ বিপিএলে অসাধারণ পারফর্মেন্স করে ইতিহাস গড়লেন। ঢাকা ক্যাপিটালসের ইনিংসের ৭ উইকেট শিকার করে নিজেকে স্মরণীয় করে তুললেন। 

মোহাম্মদ আমিরের ২০২০ সালের রেকর্ড ভেঙে ১৯ রানে ৭ উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখলেন তাসকিন। এতদিন আমির ১৭ রানে ৬ উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলার হিসেবে পরিচিত ছিলেন। 

এই অর্জন টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে সাজরুল ইদ্রুস ও কলিন আকারম্যানের পর তাসকিনের অবস্থান। 

তাসকিনের অসাধারণ দিনে ঢাকা ১৭৪ রানে থামে। এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই বাড়তি বাউন্সে কাবু করেন লিটন দাসকে। হকচকিয়ে যাওয়া লিটন ক্যাচ দেন স্লিলে। চতুর্থ ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে কিপারের হাতে দেন ক্যাচ। 

১৭তম ওভারে আবার আঘাত হানেন তাসকিন। তার বলে এবার ফেরেন ৫০ রান করা শাহাদাত হোসেন দিপু। ওই ওভারে তিনি ফেরান চতুরঙ্গ ডি সিলভাকেও। কুয়াশায় ঢাকা দিনে এক প্রান্তে রান উঠলেও তাসকিনকে মারা হচ্ছিল কঠিন। নিজের শেষ ওভারের হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন স্রেফ ২ রান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন