Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে ফিরিয়ে আনতে চায় বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে ফিরিয়ে আনতে চায় বিসিবি

ছবি : সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরে সাকিব আল হাসানকে ফিরে পেতে চায় বিসিবি। শুক্রবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘প্রথম বিষয় হলো–সাকিব এখনো অবসর নেয়নি। যদি সাকিব অবসর নিতো, তাহলে বলতাম সে আর নেই।

ওর যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে। ওইটা (রাজনৈতিক জটিলতার বিষয়) কি করা যায়, সে বিষয়ে আমার সাহায্যের কিছু নেই। এটি আগেও বলেছি এবং এখনও বলছি। শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি নির্দেশনা আসে এবং সেগুলো সমাধান করা যায়, তবে একটা সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। এরপর তার ফিটনেস ও মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি সিদ্ধান্ত নেবে।’

তিনি আরো বলেন, ‘সাকিবের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনায় কথা বলেছিলাম। আমাদের ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, সাকিব আসবে, খেলবে- এটা সরকার দেখবে। কিন্তু নিরাপত্তার বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। শুধু চাহিদা থাকলেই হয় না, কারণ এটি জাতীয় ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।’

বিপিএলের মধ্যে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে, এমন ইঙ্গিত দিয়ে বিসিবি প্রধান বলেন, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই (চ্যাম্পিয়ন্স ট্রফি) খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার চেষ্টা করব। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন। ওই সিরিজের মাঝপথেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি এবং জানিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিতে চান ঘরের মাটিতে খেলে। তবে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় তার দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়।

তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থেকেও দেশে ফিরতে পারেননি সাকিব। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে সরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করলেও, ওয়ানডেতে খেলা চালিয়ে যেতে চান তিনি। সেই হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনাও রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন