রংপুরের টানা পঞ্চম জয়, ঢাকার হারের ‘হালি’ পূর্ণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
রংপুর রাইডার্সের বোলিং দাপটে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস, যা ম্যাচের ভাগ্য অনেকটাই আগেই নির্ধারণ করে দেয়। ছোট লক্ষ্য তাড়ায় ঢাকার বোলারদের অস্বাভাবিক নো বল এবং ওয়াইড বোলিং রংপুরের কাজ আরও সহজ করে দেয়।
মাত্র ৪০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় আসরে এখনও অপরাজিত থাকা রংপুর রাইডার্স। এ জয়ে তারা টানা পঞ্চমবারের মতো জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে। বিপরীতে, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচেই পরাজিত হয়েছে। ঢাকার মাটিতে টানা তিন হারের পর সিলেট পর্বেও ভাগ্য বদলাতে পারেনি তারা।
১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায়। তামিম, যিনি আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন, এদিনও ব্যর্থ থেকে ১৪ বলে করেন মাত্র ৫ রান।
তবে আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস এদিনও ছন্দে ছিলেন। ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান করার পর মোসাদ্দেক হোসেনের বলে আউট হন তিনি। সাইফ হাসান ১৫ বলে করেন ১৩ রান। পরে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে রংপুর।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা মন্দ ছিল না। ওপেনার জেসন রॉय ও হাবিবুর রহমান সোহান ২৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে তাদের বিদায়ের পর দলের ব্যাটিং ধসে পড়ে।
‘তাসের ঘরের মতো’ ভেঙে পড়া ঢাকার ব্যাটিং অর্ডারে সাব্বির রহমান এবং লিটন দাস কেউই ভালো করতে পারেননি। সাব্বির করেন ৭ বলে ৩ রান, আর লিটন ১৩ বলে করেন মাত্র ৯ রান।
শেষদিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু দুই অঙ্কের রান করতে পারলেও অন্যরা সেভাবে রান যোগ করতে ব্যর্থ হন। ফলে, ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস।