Logo
Logo
×

খেলা

ব্রাজিলকে ৬ গোল দিয়ে আর্জেন্টিনার দূর্দান্ত জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

ব্রাজিলকে ৬ গোল দিয়ে আর্জেন্টিনার দূর্দান্ত জয়

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ব্রাজিলকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে। গতকাল রাতে আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে।

এই আসরের ইতিহাসে ব্রাজিল এত বড় ব্যবধানে আগে কখনো হারেনি। এর আগে তারা সর্বোচ্চ তিন গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। যেকোনো দলেরই এত বড় ব্যবধানে হার দক্ষিণ আমেরিকার এই আসরে প্রায় এক দশক পর ঘটল। সর্বশেষ ২০১৩ সালে কলম্বিয়া বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল।

জাতীয় দলের সব স্তরের (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র) মধ্যে ব্রাজিলের বিপক্ষে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলতে থাকে। মাত্র ১১ মিনিটেই তারা ৩ গোল করে বসে। ৬ মিনিটে ইয়ার সুবিয়াব্রে প্রথম গোলটি করেন। ৮ মিনিটে ম্যানচেস্টার সিটির (বর্তমানে রিভার প্লেটে ধারে থাকা) ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি দ্বিতীয় গোলটি করেন। এর তিন মিনিট পর ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনা তৃতীয় গোল পায়।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আবারো দুর্দান্ত খেলতে শুরু করে। ৫২, ৫৪, এবং ৭৮ মিনিটে আরও তিনটি গোল করে দলটি। ৫২ মিনিটে অগাস্তিন রুবের্তো চতুর্থ গোলটি করেন। এরপর ৫৪ মিনিটে এচেভেরি নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন। শেষ গোলটি আসে সান্তিয়াগো হিদালগোর পা থেকে।

ম্যাচ শেষে এচেভেরি বলেন, “আমরা অসাধারণ খেলেছি। আমরা প্রস্তুত ছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলা সব সময়ই বিশেষ কিছু। তবে আমরা এখানেই থামব না, আরও উন্নতি করব।”

চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা পাবে। আর্জেন্টিনা এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন