Logo
Logo
×

খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই তালিকায় থাকা ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যক্তিগত সিদ্ধান্তে নিজের নাম প্রত্যাহার করেছেন।

অন্যদিকে, ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় মার্চ থেকে তার ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘বি’ তে নেমে আসবে।

তালিকায় সর্বোচ্চ বেতনের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, যিনি মাসে ১০ লাখ টাকা বেতন পাবেন। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস, যাদের মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৮ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৬ লাখ টাকা মাসিক বেতন। এই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসানকে। আর ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ, যারা মাসে ২ লাখ টাকা বেতন পাবেন।

এই তালিকা অনুযায়ী, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের পারফরম্যান্স ও ফরম্যাটভিত্তিক অংশগ্রহণের ভিত্তিতে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন