Logo
Logo
×

প্রযুক্তি

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন অনুসারে এসব ভিডিওর বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টিকটকের যৌথ উদ্যোগে আয়োজিত ডিজিটাল নিরাপত্তা সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদরা জলিল জানান, "৯৬ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে।" এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ৯৯% ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান জানান, "বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে চায়।" তিনি আরও বলেন, "বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিটিআরসি, যাতে ব্যবহারকারীরা নিজেরাই ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সচেতন হতে পারে।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন