বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর উদ্যোগে কাজ শুরু করেছে ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম

ছবি : সংগৃহীত
মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বেশ কিছু দেশীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এসব কোম্পানি স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তা করছে।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভূমি বরাদ্দ, অবকাঠামো নির্মাণ সহায়তা এবং রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি হয়েছে। স্টারলিংক তাদের প্রকল্পের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে কিছু প্রতিষ্ঠান নিজস্ব সম্পত্তি এবং কিছু জমি হাইটেক পার্ক থেকে নেওয়া হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন যে স্টারলিংক শহর থেকে শুরু করে প্রান্তিক অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। এটি বিশেষত লোডশেডিং প্রবণ অঞ্চল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ফয়েজ আহমদ বলেন, “স্টারলিংক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রমের জন্য অত্যন্ত সহায়ক হবে। আগামী ৯০ দিনের মধ্যে একটি কার্যকরী মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে।”
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি পরিচিত হতে মাস্ককে আমন্ত্রণ জানান। এছাড়া, প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে সমন্বয় করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের কাজ সমাপ্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।