শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনূঢ়া দিশানায়েকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনূঢ়া দিশানায়েকে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থি নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর, ৫৫ বছর বয়সী দিশানায়েকে বলেন, ‘এই জয় শুধুমাত্র আমার নয়, এটি শ্রীলঙ্কার নতুন অধ্যায়ের সূচনা। লাখ লাখ মানুষের আশা-প্রত্যাশা আমাদের এগিয়ে নিয়েছে। আমরা একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত।’
নির্বাচনী প্রচারণার সময় দিশানায়েকে সুশাসন এবং দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কার উৎপাদন, কৃষি এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে মনোনিবেশ করবেন বলেও ঘোষণা দিয়েছেন। এছাড়া, দেশের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তিনি।
দিশানায়েকে শপথ নেয়ার আগেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুনাবরদেনা পদত্যাগ করেন। নির্বাচনে দিশানায়েকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসার থেকে এগিয়ে যান। প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পান, আর বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে মাত্র ১৭ শতাংশ ভোট অর্জন করেন।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দিশানায়েকের অভিষেক দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।