হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। ফাইল ছবি
ইসরায়েলের হামলায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে 'সমগ্র স্বাধীন বিশ্বের বিজয়' বলে অভিহিত করেছেন।
ইসরায়েল নিশ্চিত করেছে যে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বছরের ৭ অক্টোবর গাজায় নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর এই বিবৃতির পর হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
হামাস সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে, দক্ষিণ গাজার তাল এল সুলতান এলাকায় ইসরায়েলি অভিযানের সময় সিনওয়ার নিহত হয়েছেন।
দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর অন্তরালে সিনওয়ার। কোনো বিবৃতিও দেননি তিনি। সব মিলিয়ে, তাকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছিল, সম্প্রতি সিনওয়ারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি। যে কারণে তিনি মারা গেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।