গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬ এএম
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি: রয়টার্স
গাজায় জাবালিয়ার কাছে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ২১ জন।
শুক্রবার তাল আল-জাতার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আল আওদা হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানায়, নিহত ২২ জনের নাম তারা নথিভুক্ত করেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একজন মুখপাত্র মোট ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হওয়ার কথা জানান।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, তারা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন।
ইসরায়েল গত ৬ অক্টোবর থেকে উত্তর গাজায় জাবালিয়ার আশেপাশে নতুন করে হামলা শুরু করে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এর পর থেকে ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা শুক্রবার রাতে বলেছে, উত্তর গাজার বেসামরিক নাগরিকরা ক্রমবর্ধমান ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সেখানে ভারী বোমাবর্ষণের নৃশংসতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে।