আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
আফগানিস্তানের পূর্ব পাক্তিকা প্রদেশের বার্মাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ক্যাম্প রয়েছে এমন দাবি করা চারটি স্থানে এই বোমা হামলা চালায় পাকিস্তান। এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬-এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেষ রাতে এই হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এ হামলার পর দু’দেশের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
তালেবান সরকারে এক মুখপাত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে পাকিস্তানের এ হামলায় ৪৬ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লা খাওয়ারাজামি বলেন, ‘পাকিস্তানের এ ধরনের স্বেচ্ছাচারী পদক্ষেপ সংকটের সমাধান করবে না।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক টুইটে তিনি বলেন, ‘আফগানিস্তান তার সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রয়েছে এবং পাকিস্তানের এ ধরনের কাপুরুষোচিত পদক্ষেপের জবাব দেওয়া হবে।’
এ হামলার কয়েক ঘণ্টা আগে কাবুলে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাতের পর সাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানান, ‘আজ আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ হলো। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমরা দু’দেশের সম্পর্ক এগিয়ে নিতে ও শান্তি জোরদার করতে সম্মত হয়েছি।’
এ সফরে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানির সঙ্গেও সাদি সাক্ষাৎ করেছিলেন দুদেশের মধ্যে বিরোধ মীমাংসা করার জন্য। কিন্তু পাকিস্তানের এ হামলা দু’দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তান থেকে পাল্টা হামলার শঙ্কাও রয়েছে। এ নিয়ে এ বছরের মধ্যে আফগানিস্তানে পাকিস্তানের দ্বিতীয় বিমান হামলা এটি। দিন দিন পাকিস্তানের সামরিক বাহিনী ও আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের প্রবণতা বাড়ছে।
সূত্র: আলজাজিরা