Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার পাকিস্তানে পালটা হামলা চালালো আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পিএম

এবার পাকিস্তানে পালটা হামলা চালালো আফগানিস্তান

ছবি : সংগৃহীত

আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি পয়েন্টে হামলা চালিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর প্রতিশোধ হিসেবে এ হামলা সংঘটিত হয়েছে।

বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে যে, 'আক্রমণগুলো অনুমানমূলক রেখার বাইরে চালানো হয়েছে'। ডুরান্ড লাইনকে কাল্পনিক লাইন হিসেবে উল্লেখ করে আফগান মন্ত্রণালয় জানায়, কাল্পনিক লাইনের বাইরে বেশ কয়েকটি পয়েন্টে হামলা করা হয়েছে।

ডুরান্ড লাইন মূলত আফগানিস্তান ও বর্তমান পাকিস্তানের মধ্যে ঔপনিবেশিক যুগের সীমানা, যা অঞ্চলে বাসরত সম্প্রদায়গুলোকে বিভক্ত করেছে। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ডুরান্ড লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসেবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এই সীমান্তে বেড়া দিয়েছে। ডুরান্ড লাইন আফগানিস্তানে একটি আবেগপ্রবণ বিষয়, কারণ এটি সীমান্তের দুই পাশে পশতুন সম্প্রদায়কে বিভক্ত করে।

বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না, তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারি না।

পাকিস্তান সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে যে, আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে রাতভর ভারী অস্ত্রের ব্যবহারসহ বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) থামাতে হবে। এটি আমাদের রেড লাইন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন