একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া
![Icon](https://www.jugerchinta24.net/uploads/settings/iconicon-2-1716039510.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
![একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া](https://www.jugerchinta24.net/uploads/2025/01/online/photos/ukreine-russia-6774e1f800750.jpg)
ছবি : সংগৃহীত
রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একদিনে ১০৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, এ তথ্য মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ফ্রান্সের তৈরি দুটি গাইডেড বোমা, মার্কিন তৈরির সাতটি এইচআইএমএআরএস রকেট প্রজেক্টাইল এবং ১০৩টি ফিক্সড-উইং ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ছয় দিনে রাশিয়ার সেনারা সামরিক বিমানঘাঁটি, একটি গোলাবারুদ প্ল্যান্ট, ড্রোনের গুদাম এবং সেনা সমাবেশে হামলা চালিয়েছে।
কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরী একদিনে আটটি ইউক্রেনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল ধ্বংস করেছে। এছাড়া, রাশিয়ার সেনারা কয়েকদিনের অভিযানে ইউক্রেনের সেনাবাহিনীর ৫০৫ জন সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে।