Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ছড়াল এইচএমপিভি ভাইরাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম

ভারতে ছড়াল এইচএমপিভি ভাইরাস

ভারতেও পাওয়া গেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের প্রভাব ভারতেও দেখা যাচ্ছে। বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

প্রথমে আট মাস বয়সী এক শিশুর এবং পরে তিন মাস বয়সী আরেক শিশুর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে। তবে এই দুটি ঘটনার সঙ্গে চীনা রূপের কোনো সংযোগ নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া, এ দুই শিশুরও কোনও ভ্রমণের ইতিহাস নেই।

চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতসহ বিভিন্ন দেশে। তবে কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা জানান, এইচএমপিভি ভারতেও আগে থেকেই ছিল এবং এই ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

চীনের সিডিসির তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২২ ডিসেম্বর চীনে এইচএমপিভি সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে হাসপাতালের ভর্তি হওয়ার হারও বেড়েছে। সাধারণত ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

অন্যদিকে, ভারত সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চীনও জানিয়েছে, এটি মৌসুমী সংক্রমণ এবং শীতকালীন সময়ে এই পরিস্থিতি স্বাভাবিক। 

ভারতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জরুরি বৈঠক ডেকেছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। 

সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব বলে বিশ্বাস করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন