Logo
Logo
×

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী-নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহত ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী-নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে নিহত ২৭

ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে কমপক্ষে ২৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে নিহতরা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালিয়েছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর বলেছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।

আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গোপনে ঘেরাও করে অভিযান পরিচালনা করেন। পরে সেখানে উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ২৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে তারা আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করছে। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে, যেখানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন