Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করেছে দেশটির বিশেষ তদন্তকারী দল। সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টার ছয় সপ্তাহ পর এই গ্রেপ্তার কার্যকর হলো।

স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিউলের কেন্দ্রস্থলে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় তদন্তকারীরা তার বাসভবনে প্রবেশের চেষ্টা করলেও প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়।

ইউনকে গ্রেপ্তারে প্রথম প্রচেষ্টার সময় তার নিরাপত্তা বাহিনী বাড়ির প্রবেশপথে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে সময় ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কয়েকজন আইনপ্রণেতা ও ইউনের আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন শীতের মাঝেও তার শত শত সমর্থক বাসভবনের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন। মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমর্থকদের পাশাপাশি সরকারবিরোধীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করে।

অবশেষে, তদন্তকারীরা কঠোর নিরাপত্তা ও প্রতিবাদের বাধা অতিক্রম করে ইউনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ইউনের বিরুদ্ধে সামরিক শাসন জারির পরিকল্পনা এবং অন্যান্য অভিযোগে তদন্ত চলছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং এই গ্রেপ্তারের প্রভাব দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন