দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ বছর এবং তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। দুর্নীতির মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের কারাদণ্ডের রায় দিয়েছে।
তার স্ত্রী বুশরা বিবিকেও একই মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এই রায় শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত হয়, জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি জানায়, শুক্রবার পাকিস্তানের একটি আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে।
আদালতের বিচারক নাসির জাভেদ রানা জানান, “প্রসিকিউশন তাদের মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন।”
ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছে বিচারক।
রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে এই রায় শুনানো হয়।
ইমরান এবং বুশরা একটি কল্যাণ ফাউন্ডেশন আল-কাদির ট্রাস্টের দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে।
ইমরান খান বলেছেন এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতে করা হয়েছে।