Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েল আজই যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দেবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

ইসরায়েল আজই যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দেবে

গত বুধবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে রাজি হয়। কাতারের আমির আব্দুলরহমান আল-থানি জানিয়েছেন যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে। তবে অভ্যন্তরীণ ঝামেলার কারণে ইসরায়েলি সরকার চুক্তিটির অনুমোদন দিতে বিলম্ব করছিল।

টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে আজ, শুক্রবার (১৭ জানুয়ারি), জানানো হয়েছে যে, ইসরায়েলি সরকার আজই চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পূর্ণ মন্ত্রিসভা বৈঠকে বসে অনুমোদনের কাজ সম্পন্ন করা হবে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধকালীন বা নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে আলোচনার সময়ই পূর্ণ মন্ত্রিসভার বৈঠকের তথ্য জানা যায়।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে যে যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ২৬৪ জন আহত হয়েছেন।

নিহত ১০১ জনের মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা এবং তাদের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার জানিয়েছেন যে গাজার জাবালিয়াতে এক পরিবারের ৯ জনকে একসঙ্গে হত্যা করা হয়েছে।

গত ১৫ মাস ধরে গাজায় দখলদার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এক লক্ষের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মানুষ রাস্তায় নেমে উল্লাস করছিল। তবে, কয়েকক্ষণ পরই ইসরায়েলি হামলার তীব্রতা বাড়িয়ে দেয়।

যারা আশাকরেছিল যে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তিতে বসবাস করতে পারবেন, তারা এটির কার্যকারিতা দেখার আগেই নিহত হয়েছেন, যার সংখ্যা অন্তত ১০১ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন