ইসরায়েলে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার সকালে এই হামলার পর রাজধানী তেল আবিবসহ বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি চলতি সপ্তাহে হুতিদের চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।
টাইমস অব ইসরায়েল জানায়, হামলার পর তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়। তবে জনসাধারণকে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ জানায়, এই হামলার পর অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা শেল্টারের দিকে ছুটতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাইরেনের শব্দে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে পালাচ্ছে।
যদিও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখনো এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে শুক্রবার তারা ঘোষণা দিয়েছিল যে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতেও আঘাত হানার দাবি করেছিল।
ইসরায়েলি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৃষ্ট এই উত্তেজনায় পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হুতিদের ধারাবাহিক হামলায় ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।