Logo
Logo
×

আন্তর্জাতিক

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প

ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ উপলক্ষে ইতোমধ্যে তিনি ফ্লোরিডার পাম বিচের বাড়ি থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনার।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে নিতে বিশেষ সম্মাননা হিসেবে বিমান বাহিনীর একটি স্পেশাল ফ্লাইট পাঠান। ফ্লাইটটি ট্রাম্পকে ভার্জিনিয়ার ডালস বিমানবন্দরে নামায়। সেখান থেকে তাকে ওয়াশিংটনের স্টার্লিং গলফ ক্লাবে নিয়ে যাওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শপথ গ্রহণের আগের দিন রবিবার ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে অংশ নেবেন। তার বয়স বর্তমানে ৭৮ বছর এবং দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগ্রহে তার সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রতি চার বছরের চক্রে ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন। এবারের অনুষ্ঠানও ঐতিহ্যবাহী নিয়মে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের পর ট্রাম্প একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কীভাবে যুক্তরাষ্ট্রের উন্নয়ন এবং বৈশ্বিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তিনি তার শপথ অনুষ্ঠানে এ বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এই ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন