Logo
Logo
×

আন্তর্জাতিক

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন সিয়াটলের ফেডারেল বিচারক জন সি. কফেনার। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেওয়া এই আদেশের ফলে ট্রাম্পের সিদ্ধান্ত ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।

বিচারক কফেনার মন্তব্য করেন যে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ স্পষ্টতই অসাংবিধানিক। তিনি প্রশ্ন তোলেন, কোনো আইনজীবী কীভাবে এমন আদেশকে সাংবিধানিক বলে দাবি করতে পারেন। তিনি বলেন, ‘আমি সত্যিই বিস্মিত হয়েছি।’

এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তের পক্ষে আদালতে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প দায়িত্ব নিয়েই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার আদেশে সই করেন।

এই আদেশে উল্লেখ ছিল:

১৯ ফেব্রুয়ারির পর যারা অবৈধভাবে বা সাময়িক ভিসায় (যেমন: শিক্ষা বা পর্যটন) যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেবেন, তাদের সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না।

বৈধভাবে সাময়িক উদ্দেশ্যে থাকা মা-বাবার সন্তানও নাগরিকত্ব পাবে না যদি উভয়ই মার্কিন নাগরিক না হন।

তবে, মা-বাবার মধ্যে একজন মার্কিন নাগরিক হলে সন্তান জন্মের পরই সে নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে।

ট্রাম্প স্বীকার করেন, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘এই বিধান হাস্যকর এবং পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’

এই আদেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য, দুটি শহর ও বেশ কয়েকটি নাগরিক অধিকার সংস্থা। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আদেশটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিচার বিভাগের আইনি লড়াই এবং ট্রাম্প প্রশাসনের আপিলের ফলাফলের ওপর নির্ভর করবে আদেশটির ভবিষ্যৎ।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন