ইসরায়েলের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ক্ষতি পোষাতে ১৫ হাজার যোদ্ধা নিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে ১৫ মাসের দীর্ঘ লড়াইয়ে ক্ষতি পুষিয়ে নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিপুল সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাস প্রায় ২০ হাজার যোদ্ধা হারিয়েছে। এই ক্ষতি পূরণে হামাস ১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ করেছে।
নতুন সদস্যদের তালিকাভুক্ত করার কথা হামাস স্বীকার করেছে, তবে তাদের মধ্যে অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ হাজার থেকে ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এই ঘটনার পর থেকে টানা ১৫ মাস ধরে গাজায় রীতিমতো গণহত্যা চালায় ইসরায়েল। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হামাসের বিষয়টি গোপন নথিতে লিপিবদ্ধ করে। এতে বলা হয়, হামাস সফলভাবে নতুন সদস্যদের নিয়োগ করেছে—যাদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি তার সর্বশেষ ইসরায়েল সফরে বলেছেন, প্রতিবারই ইসরায়েল তার সামরিক অভিযান শেষ করে এবং পিছু হটে, হামাস যোদ্ধারা পুনরায় সংগঠিত হয় এবং পুনরায় আত্মপ্রকাশ করে।