কঙ্গোতে তুমুল সংঘর্ষে ১২ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

ছবি : সংগৃহীত
কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ১২ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মনুসকো) এবং দক্ষিণ আফ্রিকান সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন।
উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা, যা ২০ লাখ মানুষের আবাসস্থল এবং একটি গুরুত্বপূর্ণ মানবিক কেন্দ্র, এম২৩ বিদ্রোহীদের অগ্রসর হওয়া ঠেকাতে তীব্র লড়াইয়ের সম্মুখীন হয়েছে। দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, সংঘর্ষে তাদের নয়জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন জাতিসংঘ মিশনের এবং সাতজন দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সম্প্রদায় (এসএডিসি) বাহিনীর সদস্য।
মালাওয়ির সামরিক বাহিনী জানিয়েছে, সংঘর্ষে তাদের তিন সেনা শহীদ হয়েছেন। এম২৩ বিদ্রোহীরা কঙ্গোর সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে এক দশক আগে গঠিত হয় এবং সম্প্রতি পূর্বাঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে বড় এলাকাগুলো দখল করছে।
জাতিসংঘ অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে জরুরি খাদ্য বিতরণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।
ডিআরসির দীর্ঘস্থায়ী সংঘাতে প্রায় ১০০ সশস্ত্র গোষ্ঠী জড়িত, যা মূলত খনিজ সম্পদকে কেন্দ্র করে কয়েক দশক ধরে চলমান। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা