আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, মেয়াদ বাড়ল লেবাননে যুদ্ধবিরতির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

বাস্তুচ্যুত লেবানিজরা যুদ্ধবিরতির মাঝে দেশে ফিরছেন। ছবি: ডিডব্লিউ
এই সপ্তাহে হামাস আরও ছয় বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে তিনজন মুক্তি পাবেন বৃহস্পতিবার। অপরদিকে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মেয়াদও বেড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন এই তথ্য।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া তিন জিম্মির মধ্যে রয়েছেন বেসামরিক নাগরিক অ্যারবেল ইয়েহুদ, সেনা অ্যাগাম বার্গার এবং আরেকজন জিম্মি। অ্যারবেল ইয়েহুদ ইসরায়েলের পাশাপাশি জার্মানির নাগরিক। বাকি তিনজন শনিবার মুক্তি পাবেন বলে নেতানিয়াহুর অফিস জানিয়েছে।
এই মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেবে। ফলে মধ্য ও দক্ষিণ গাজায় আশ্রয় নেয়া প্রায় ৬ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি অবশেষে উত্তর গাজায় ফিরতে পারবেন। উল্লেখ্য, ইসরায়েল-হামাস সংঘর্ষে উত্তর গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। হোয়াইট হাউস সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশ এই মেয়াদ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে।
লেবাননও এই চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, চুক্তির শর্ত পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না।
রবিবার ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গ্রামবাসীরা তাদের বাড়িতে ফেরার সময় ইসরায়েলি সেনাবাহিনী এলোপাতাড়ি গুলি চালালে ২২ জন নিহত হন।
গত নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ৮০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সেই যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হয়।
সূত্র : ডিডব্লিউ