Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ এএম

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

আইসিই-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং দ্রুতই তাদের নিজ নিজ দেশে অথবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো, এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদকের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইসিই।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই তিনি ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ শীর্ষক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী রয়েছেন। ওয়াশিংটন ইতোমধ্যে ঘোষণা করেছে যে, অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিবিহীন অভিবাসীদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন