Logo
Logo
×

আন্তর্জাতিক

বাণিজ্যযুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ

তারা যদি খেলতে চায়, আমি প্রস্তুত : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম

তারা যদি খেলতে চায়, আমি প্রস্তুত : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মেক্সিকো-কানাডা ও চীনের ওপর শুল্কারোপের পর আসন্ন বাণিজ্য যুদ্ধে আমেরিকানদেরও ‘কিছু যন্ত্রণা’ সহ্য করতে হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

“যদি তারা খেলতে চায়, আমি প্রস্তুত”—এই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা যদি খেলতে চায়, আমার কোনো আপত্তি নেই। আমরাও খেলা জানি।’

রবিবার রাতে ফ্লোরিডার নিজস্ব রিসোর্ট থেকে হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকদের সামনে এই হঁশিয়ারি দেন তিনি।

এর আগে ট্রাম্প উত্তর আমেরিকার দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে ২৫ শতাংশ এবং চীনের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্কারোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদারত্বে বড় ধরণের ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে।

‘যুক্তরাষ্ট্র ছাড়া কানাডার অস্তিত্ব অসম্ভব’— বলে দাবি করেন ট্রাম্প। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ছাড়া কানাডা কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে। এমনকি যুক্তরাজ্যকেও এখন আমদানি কর দিতে হবে।’

কানাডার পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি সেটিকে গুরুত্ব না দিয়ে বলেন, ‘তারা যদি প্রতিশোধ নিতে চায়, আমি কিছু মনে করব না।’

শুল্কারোপ নিয়ে জাস্টিন ট্রুডো ও ক্লোদিয়া সেইনবামের সঙ্গে বৈঠকের পরিকল্পনা

ট্রাম্প জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবামের সঙ্গে আলোচনায় বসবেন। তবে, তার শুল্কারোপ নীতির কারণে যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা তার পূর্বের দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

‘হ্যাঁ, হয়তো কিছুটা কষ্ট হবে, কিন্তু আমেরিকা আবার মহান হবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘এতে কিছু যন্ত্রণা সহ্য করতে হবে? হয়তো (বা হয়তো নয়!), কিন্তু আমেরিকাকে আবার মহান করতে হলে এই মূল্য দিতেই হবে।’

সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভবত স্বল্প সময়ের জন্য আমাদের একটু কষ্ট হবে, তবে জনগণ বুঝতে পারছে যে বিশ্বের প্রতিটি দেশ যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। এবার সেই খেলা আমরাও খেলব।’

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই শুল্কারোপ নীতি বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা সৃষ্টি করতে পারে, যার প্রভাব শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, বরং আমেরিকান জনগণের জীবনযাত্রার খরচেও সরাসরি পড়তে পারে।

সূত্র : রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন