সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

ছবি : সংগৃহীত
ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সোমবার (৩ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির বিনিময় হার নেমে দাঁড়িয়েছে ৮৭.২৯, যা ইতিহাসে সর্বনিম্ন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর নতুন শুল্ক আরোপের পর তার প্রভাব ভারতীয় মুদ্রাবাজারেও পড়েছে। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা চলতে থাকলে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে উৎপাদন খরচ এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরেক্স বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির অংশ হিসেবে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বৈশ্বিক বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে, যা ভারতীয় রুপির মান ক্রমাগত কমিয়ে দিচ্ছে।
গত বছরের নভেম্বর থেকে রুপির ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই থামানো যাচ্ছে না। শুক্রবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ছিল ৮৬.৬২, যা সোমবার আরও ৬৭ পয়সা কমে ৮৭.২৯-এ নেমে এসেছে।
রুপির এই পতনের ফলে ভারতের অর্থনীতির বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়ছে। বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, পাশাপাশি শেয়ারবাজারেও ধস নেমেছে। সাধারণ মানুষের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে—বিদেশে পড়াশোনা, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাওয়ায় ভোক্তাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।