Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতির কড়া জবাব দিল চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

ট্রাম্পের শুল্কনীতির কড়া জবাব দিল চীন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার বেইজিং জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কারোপের জবাবে তারা কয়লা, অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও যানবাহন আমদানিতে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেন, যা বাংলাদেশ সময় বেলা ১১টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর কয়েক মিনিটের মধ্যেই চীনও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়।

চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি বাণিজ্য নীতির মারাত্মক লঙ্ঘন এবং বিশ্ববাজারের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এদিকে ট্রাম্প চীনের বিরুদ্ধে ব্যবস্থা কার্যকর করলেও, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছেন। এই দুটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে সম্মত হওয়ায় এই ছাড় দেওয়া হয়েছে।

ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তে আলোচনার সম্ভাবনা থাকলেও তা হয়নি। নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরুর ইঙ্গিত দিচ্ছে দুই দেশের কৌশলগত পাল্টাপাল্টি সিদ্ধান্ত।

সূত্র : রয়টার্স

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন