Logo
Logo
×

আন্তর্জাতিক

সুইডেনে স্কুলে বন্দুক হামলা, নিহত প্রায় ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম

সুইডেনে স্কুলে বন্দুক হামলা, নিহত প্রায় ১০

ছবি : সংগৃহীত

সুইডেনের পশ্চিমাঞ্চলের ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুলভবনে তল্লাশি চালাচ্ছে, তবে এখনো হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না এবং এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে, এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন