Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ট্রাম্প-পুতিন, বসবেন সৌদিতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ এএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ট্রাম্প-পুতিন, বসবেন সৌদিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি বৈঠক করতে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এই বৈঠক হতে পারে বলেও তিনি আভাস দিয়েছেন।

ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন পুতিন। দীর্ঘ এ আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ও পুতিন ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি হয়েছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, উভয় নেতা তাদের দেশের শক্তি ও ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিশাল সুবিধা নিয়ে কথা বলেছেন।

‘কিন্তু প্রথমত, আমরা দুজনেই একমত হয়েছি যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে লাখ লাখ প্রাণ ঝরে যাচ্ছে, তা বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট পুতিন আমার শক্তিশালী প্রচারমূলক স্লোগান ‘কমন সেন্স’-এর কথা উল্লেখ করেছেন। আমরা দুজনেই এতে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ট্রাম্প জানান, উভয় দেশের প্রতিনিধি দল আলোচনার জন্য অবিলম্বে কাজ শুরু করবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এই আলোচনার বিষয়ে অবহিত করবেন।

ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্র সচিব মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচনার নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি, এই আলোচনা সফল হবে। যুদ্ধ না হলে একটিও জীবন হারাত না! এখনই এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।’

তিনি পুতিনকে মার্ক ফোগেলের মুক্তি নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান, যিনি ২০২১ সাল থেকে রাশিয়ায় বন্দি ছিলেন এবং মঙ্গলবার মুক্তি পান।

আমি বিশ্বাস করি, এই প্রচেষ্টা শীঘ্রই একটি সফল সমাপ্তির দিকে যাবে- ট্রাম্প যোগ করেন।

সূত্র : আনাদোলু

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন