ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচনের উদ্যোগ, চাকরি হারালেন ১০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ পিএম

ছবি : সংগৃহীত
সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ছাঁটাই শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে ২৬ দিনের ব্যবধানে ৯,৫০০-এর বেশি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠতা নির্বাচনের সময় থেকেই দৃশ্যমান ছিল। শপথ গ্রহণের পর ট্রাম্প ‘সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি’ নামে একটি দপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দেন এবং ইলন মাস্ককে এর প্রধান নিযুক্ত করেন। তবে কংগ্রেসের স্বীকৃতি না পাওয়ায় এই দপ্তর এখনো মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি, ফলে মাস্ক উপদেষ্টা পদে রয়েছেন।
ছাঁটাইয়ের এই প্রক্রিয়ায় স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে কর্মরত প্রবেশনারি কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরও ৭৫,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট ২.৩ মিলিয়ন বেসামরিক কর্মীর প্রায় তিন শতাংশ।
ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি খরচ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ ফেডারেল সরকারের ঋণের পরিমাণ বর্তমানে ৩৬ ট্রিলিয়ন ডলার, আর গত বছর বাজেট ঘাটতি ছিল ১.৮ ট্রিলিয়ন ডলার। তিনি আমলাতন্ত্রের সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছেন, তবে ডেমোক্র্যাটরা অভিযোগ তুলেছেন যে, ট্রাম্প কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতার লঙ্ঘন করছেন।
ছাঁটাই ছাড়াও ট্রাম্প ও মাস্ক সিভিল সার্ভিস সুরক্ষা কমানোর পাশাপাশি বৈদেশিক সাহায্য বন্ধ করা এবং ইউএসএআইডি ও কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর মতো কিছু সরকারি সংস্থা বিলুপ্ত করার চেষ্টা করছেন। তবে আদালত ইতোমধ্যে ট্রাম্পের ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব বাতিল করেছে।
বিশ্লেষকদের মতে, এই ছাঁটাইয়ের ফলে সরকারি সেবায় বিপর্যয় দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক দাবানলের পর ফেডারেল কর্মসূচির আওতায় সিজনাল ফায়ারফাইটার নিয়োগ স্থগিত করা হয়েছে, পাশাপাশি বন থেকে মৃত কাঠ সরানোর কাজও বন্ধ রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় দুর্যোগের ঝুঁকি সৃষ্টি করতে পারে।