Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডায় অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ এএম

কানাডায় অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৯

ছবি : সংগৃহীত

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন, যার মধ্যে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এবং একটি শিশুও গুরুতরভাবে আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টরন্টোর বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, “জরুরি দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্ত যাত্রী ও ক্রুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।”

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ জানিয়েছে, গুরুতর আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নেওয়া হয়েছে, আর গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

যদিও বিমানের উল্টে যাওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, টরন্টোয় চলমান শীতকালীন ঝড়, প্রবল বাতাস ও তুষারপাত এর পেছনে অন্যতম কারণ হতে পারে।

বিমানবন্দর এলাকায় আগের সপ্তাহের তুষারের পাশাপাশি নতুন করে প্রায় ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়েছে, যা বিমান চলাচলে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন