মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশটির সামরিক সরকার। মঙ্গলবার (৪ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটম মিয়ানমারে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। কেন্দ্রটির অর্থায়ন ও তত্ত্বাবধান করবে রোসাটম এবং নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও তাদের হাতেই থাকবে।
এর আগে, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং মস্কো সফরে যান এবং ক্রেমলিন প্রাসাদে পুতিনের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ২০০০ সালে মিয়ানমার ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়া ও চীনকে মিয়ানমার সামরিক বাহিনীর প্রধান দাতা হিসেবে বিবেচনা করা হয়। কিছুদিন আগেই মিয়ানমারের জান্তা সরকার মস্কোর কাছ থেকে ৬টি যুদ্ধবিমান ক্রয় করেছে।