যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে চীন প্রস্তুত : বেইজিংয়ের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম

ছবি : সংগৃহীত
ফেন্টানাইল ইস্যুতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর জেরে চীন স্পষ্টভাবে জানিয়েছে, যেকোনো ধরনের যুদ্ধের জন্য তারা প্রস্তুত রয়েছে।
বুধবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, “যদি আমেরিকা সত্যিই ফেন্টানাইল সমস্যা সমাধান করতে চায়, তবে তাদের উচিত চীনের সঙ্গে সমান আচরণ করা। কিন্তু যদি তারা যুদ্ধ চায়—শুল্ক, বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে—তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিকে "তুচ্ছ অজুহাত" বলে আখ্যা দিয়ে বলেছে, “দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় যেকোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া চীনের জন্য সম্পূর্ণ বৈধ ও প্রয়োজনীয়।”
চীন আরও দাবি করেছে, “ফেন্টানাইল সংকটের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। চীন বরাবরই এই সমস্যা সমাধানে সহায়তা করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা স্বীকার না করে উল্টো চীনকে দোষারোপ ও শাস্তি দিচ্ছে।”
বেইজিং সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র-চীন মাদকবিরোধী সংলাপ ও সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সমস্যা আরও জটিল করবে।
এদিকে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে চীনা পণ্যের ওপর বিদ্যমান ১০ শতাংশ শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে।
সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস