সিরিয়ায় আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম

ছবি : সংগৃহীত
সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ৭০ জনের বেশি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, গত ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার অনুগত বাহিনী লাতাকিয়া প্রদেশের উপকূলীয় শহর জাবলেহ ও আশপাশের এলাকায় হামলা চালাচ্ছে।
সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১৬ জন সদস্য এবং অন্তত ২৮ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি, চারজন বেসামরিক লোকও প্রাণ হারিয়েছে।
লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা জানান, আসাদপন্থী মিলিশিয়ার কিছু অবশিষ্ট দল আমাদের অবস্থান ও চেকপয়েন্টে হামলা চালিয়েছে এবং জাবলেহ এলাকায় আমাদের টহল লক্ষ্য করে আক্রমণ করেছে।
তিনি জানান, নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালাচ্ছে এবং বিদ্রোহীদের নির্মূল করতে কাজ করছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হোমসে সিরীয় বাহিনীকে আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে।
এসওএইচআর জানায়, সংঘর্ষে নিহত সেনাদের বেশিরভাগই ইদলিব থেকে আসা। অন্যদিকে, সিরিয়ার সরকারি বার্তাসংস্থা *সানা* জানিয়েছে, অভিযানের সময় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক এক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।