Logo
Logo
×

আন্তর্জাতিক

সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তন হতে পারে : ভারতীয় সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:২৭ এএম

সরকার বদলালে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তন হতে পারে : ভারতীয় সেনাপ্রধান

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ফাইল ছবি

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। তবে তিনি এটিও জানান যে, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং উভয় পক্ষ নিয়মিতভাবে নোট বিনিময় করে দ্বিপাক্ষিক সংহতি বজায় রাখে।

শনিবার (৮ মার্চ) নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, এই দুই দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটি বাস্তবতা হিসেবে মেনে নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, এই সহযোগিতা ভার্চুয়াল ক্ষেত্রে প্রায় ১০০ শতাংশ এবং ভৌত ক্ষেত্রে চীনা উৎপত্তির বেশিরভাগ সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়।

পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাইলে ভারতীয় সেনাপ্রধান সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে রয়েছে এবং সেটির সঙ্গে আমার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকলে তা নিয়ে আমি চিন্তিত হব। কারণ সন্ত্রাসবাদ যে কোনো দেশকে ব্যবহার করতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, যুদ্ধ কোনো দেশের স্বার্থে ভালো নয়। তাই আমাদের সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের দিকেই অগ্রসর হওয়া উচিত।

সূত্র : এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন