ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত অন্তত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
ইউক্রেনের দোনেৎস্ক, খারকিভ ও ওডেসা অঞ্চলে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলায় বহু বাড়িঘর ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার (৮ মার্চ) দোনেৎস্কে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত হানে। এতে কমপক্ষে ১১ জন প্রাণ হারান এবং ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে।
খারকিভের বোহোদুখিভ এলাকায় রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। সেখানে প্রথম হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভের ছোড়া ৩১টি ড্রোন এক রাতেই ভূপাতিত করেছে তারা।
সম্প্রতি, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা দেওয়া বন্ধ করায় দেশটি আরও চাপে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।