Logo
Logo
×

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।

ফিলিপাইন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হংকং থেকে দেশে ফেরার পর আইসিসির নির্দেশে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়। তার শাসনামলে মাদকবিরোধী অভিযানের নামে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ডের তদন্ত চলছে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

আইসিসি তদন্তের আওতায় ২০১১ সালের ১ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত সময়কাল অন্তর্ভুক্ত রয়েছে, যখন তিনি প্রেসিডেন্ট ও দাভাও শহরের মেয়র ছিলেন।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হত্যাকাণ্ডের দায় এড়াতে ২০১৯ সালে ফিলিপাইনকে রোম সংবিধি থেকে প্রত্যাহার করেন দুতার্তে। তবে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন