বাংলাদেশ-ইরাক থেকে ভারতে ধেয়ে যাচ্ছে দুটি সাইক্লোন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের ১৮টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। মঙ্গলবার (১২ মার্চ) আইএমডি জানায়, বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে আসছে। এ সাইক্লোনগুলোর প্রভাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
প্রথম সাইক্লোনটি উত্তর ভারতের দিকে আসছে, যার ফলে দিল্লি ও আশপাশের এলাকার মানুষ উচ্চতাপমাত্রা থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন। অন্যদিকে, দ্বিতীয় সাইক্লোনটি বাংলাদেশ থেকে ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে প্রবেশ করবে, যার ফলে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১০ থেকে ১৫ মার্চের মধ্যে তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে একই ধরণের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গ, বিহার ও অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশে তুষারপাত হওয়ার আশঙ্কাও রয়েছে। তামিলনাড়ু এবং কেরালায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতিতে এসব অঞ্চলে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।
পূর্ব উপকূল অঞ্চলে (পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা) সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। সাইক্লোনের প্রভাবে এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১৫ মার্চের পর সাইক্লোনের পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএমডি।